শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
উত্তর কোরীয় নেতার ভাই খুন

আরও দুজন গ্রেফতার

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সত্ভাই কিম জং নাম হত্যার সঙ্গে যোগসাজশে আরও ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল আটক এ দুই ব্যক্তির মধ্যে একজন ইন্দোনেশীয় নারী, অপরজন মালয়েশীয় পুরুষ যে ওই নারীর বয়ফ্রেন্ড বলে মনে করা হচ্ছে। রয়্যাল মালয়েশিয়া পুলিশের আইজিপি শ্রী খালিদ বিন আবু বকর এ দুজনের আটকের কথা জানিয়েছেন। এ নিয়ে এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মোট তিনজনকে আটক করা হলো। এর আগে বুধবার এক ভিয়েতনামের নারীকে আটক করে দেশটির পুলিশ। আর গত সোমবার কুয়ালালামপুরে খুন হওয়া উত্তর কোরিয়ার ব্যক্তিটি কিম জং নাম বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।

খুনের সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই নারীকে পুলিশ হেফাজতে সাত দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। কিম নামের খুনের সঙ্গে উত্তর কোরিয়ার সরকারের হাত রয়েছে বলে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছেন। তবে এ ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে, উত্তর কোরিয়া সরকার মালয়েশিয়ার কাছে তাদের নাগরিকের মরদেহ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর