শিরোনাম
শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র নীতি

অবস্থান থেকে সরে এলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চূড়ান্তভাবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিরাষ্ট্রীয় নীতি বিষয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন-ইসরায়েল দীর্ঘ সংঘাতের সমাধানে দ্বিরাষ্ট্রের নীতির প্রতি এবার সমর্থন ব্যক্ত করেছেন তিনি। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রতিশ্রুতি ব্যক্ত করেননি তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেছেন ট্রাম্প। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যপ্রাচ্যবিষয়ক দীর্ঘদিনের মার্কিন নীতির বিরুদ্ধে গিয়ে গত ১৫ ফেব্রুয়ারি বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। তার এমন বক্তব্যের বিশ্বব্যাপী নিন্দা হয়েছিল।  এবারই প্রথম সে জায়গা থেকে সরে এসে দ্বিরাষ্ট্র নীতি পছন্দ করেন বলে জানালেন ট্রাম্প। দ্বিরাষ্ট্রসংক্রান্ত নীতি থেকে তার প্রশাসন সরে এসেছে কিনা এমন এক প্রশ্নে ট্রাম্প বলেন, ‘না, আমি এটিকে পছন্দ করি।’ গত ১৫ ফেব্রুয়ারি সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আভাস দিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে ভবিষ্যত্ শান্তি চুক্তির অংশ হিসেবে তার প্রশাসন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নীতি থেকে সরে আসতে পারে। ইনডিপেনডেন্ট অনলাইন।

সর্বশেষ খবর