বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আফগানিস্তান

চিকিৎসকের বেশে সামরিক হাসপাতালে হামলা, নিহত ৩০

জঙ্গি হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক হাসপাতাল। জঙ্গিরা চিকিৎসকবেশে সরদার দাউদ খান হাসপাতালে এ হামলা চালায়। হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। ৪০০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালের পাশেই যুক্তরাষ্ট্রের দূতাবাস। সন্ত্রাসীরা হাসপাতালের ভিতরে প্রবেশ করেই এর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একজন নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা বলেছেন, হাসপাতালের কাছেই বিকট এক বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। এ সময় তিন থেকে পাঁচজন হামলাকারী তাদের স্বয়ংক্রিয় অস্ত্র, হাতবোমা নিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। তারা হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থান নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলিবিনিময়ে জড়িয়ে পড়ে। হাসপাতাল প্রশাসন এএফপিকে জানিয়েছে, তিন বন্দুকধারী ল্যাবরেটরির সাদা পোশাকে হাসপাতালে ঢুকে এ হামলা চালায়। প্রশাসক আবদুল হাকিম টেলিফোনে এএফপিকে বলেন, ‘হামলাকারীরা সবখানেই গুলি করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’ এএফপি

 

সর্বশেষ খবর