বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

টিভি দিয়েও নজরদারি করছে সিআইএ : উইকিলিকস

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নথিপত্র হ্যাক করে হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস এবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হ্যাকিং কৌশল ও নজরদারির পদ্ধতির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। নজরদারির এসব সফটওয়্যারের বেশিরভাগ যুক্তরাষ্ট্রে তৈরি হলেও স্যামসাংয়ের টেলিভিশনে স্পাইওয়ার বসানোর টুলস বানাতে তারা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের সহায়তা নিয়েছে। সিআইএ বিভিন্ন সাইবার অস্ত্র ও ম্যালওয়ার ব্যবহার করে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, ওএসএক্স, লিনাক্স কম্পিউটার ও ইন্টারনেট রাউটার হ্যাক করে নজরদারি চালিয়ে যাচ্ছে বলে উইকিলিকস দাবি করেছে। বিবিসি

সর্বশেষ খবর