দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে দুর্নীতির দায়ে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। গত বছরের ডিসেম্বরে পার্লামেন্টে এক ভোটাভুটিতে পার্ককে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন সংসদ সংসদরা। পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বর্তায় সাংবিধানিক আদালতের ওপর। তিন মাস পর গতকাল সাংবিধানিক আদালতও অভিসংশনের রায় বহাল রাখেন। ফলে ক্ষমতা থেকে উত্খাতে বাধ্য হলেন দেশটির প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট পার্ক। সংবিধান অনুযায়ী এখন ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে দেশটিকে। অভিশংসিত হওয়ায় প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তির সুযোগও হারাচ্ছেন পার্ক। তাকে এখন দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি করা যাবে। গতকাল সাংবিধানিক আদালতের রায়ের পর রাজধানী সিউলের বিভিন্ন সড়কে উল্লাসে মেতে ওঠেন পার্কের অপসারণ দাবিতে আন্দোলনকারীরা। অন্যদিকে সমর্থকরা আদালতের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন। পার্কের ছবি নিয়ে কাঁদতে দেখা যায় তাদের অনেককে। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, বিক্ষোভের মধ্যে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। সায়েনুরু পার্টির শীর্ষ নেতা পার্ক জিউন-হাই ২০১৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার একাদশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দায়িত্ব নেওয়ার সময় তুমুল জনপ্রিয়তা থাকলেও ২০১৪ সালে সিউলে ফেরিডুবির ঘটনায় ৩০৪ জনের মৃত্যুর পর তার এবং দলের জনপ্রিয়তা কমতে থাকে। সরকার ত্বরিত ব্যবস্থা না নেওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে বলে তখন বিরোধী দলগুলো অভিযোগ করেছিল। ব্যক্তিগত লাভের লক্ষ্যে এক পুরনো বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেন এমন অভিযোগে গত বছরের মাঝামাঝিতে সংসদে ও রাজপথে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। তিনি পদত্যাগ করতে চাইলেও বিরোধীরা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনে। গত বছর ৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ওই প্রস্তাব ২৩৪-৫৬ ভোটে অনুমোদন পায়। পার্লামেন্টের অভিশংসনের পর পার্কের ক্ষমতা চলে যায় প্রধানমন্ত্রীর কাছে। শুক্রবার নয় সদস্যের সাংবিধানিক আদালত অভিশংসনে চূড়ান্ত অনুমোদন দেয়। অপরদিকে, পার্ক ও তার বন্ধু চই দুজনই তাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন। চলতি বছরের শুরুতেও পার্ক বলেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’। একই আর্থিক কেলেঙ্কারিতে গত ফেব্রুয়ারিতে স্যামসাংয়ের শীর্ষ নির্বাহী জে ওয়াই লিকে আটক করা হয়। মার্চের ৬ তারিখ দক্ষিণ কোরীয় আদালতের এক বিশেষ প্রসিকিউটর জানান, স্যামসাংয়ের কাছ থেকে চই-এর ঘুষ নেওয়ার সঙ্গে পার্কেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে চূড়ান্তভাবে অভিশংসিত হওয়ার পর পার্ককে বিচারের মুখোমুখি করা হবে বলে ইঙ্গিত দেন তিনি। ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগে স্যামসাং প্রধানেরও বিচার শুরু হয়েছে। বিবিসি
শিরোনাম
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
অবশেষে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার পার্ক
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর