স্পেনের চার দশকের ইতিহাসে এমন রাজনৈতিক সংকট সৃষ্টি আর হয়নি। গত ১ অক্টোবর দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজন করে। সেই ভোটের আয়োজন হয় দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে। কাতালোনিয়ার নেতারা দাবি করেছেন ভোটারদের ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে। এরপর গতকাল কাতালোনিয়ার পার্লামেন্ট বসার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে স্পেনের সাংবিধানিক আদালত কাতালান পার্লামেন্টের ওই অধিবেশন স্থগিত করে। এমন অবস্থায় আজ মঙ্গলবার অধিবেশনে বসছে কাতালান পার্লামেন্ট, কাতালানের স্বাধীনতার বিরোধী, বিরোধী দল সোশালিস্ট পার্টি। তাদের করা আবেদনের জবাবে সাংবিধানিক আদালত ওই সিদ্ধান্ত জানায়। এই পার্লামেন্ট অধিবেশন থেকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা। কিন্তু স্পেনের কাছ থেকে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা দিলে তাতে কি স্পেন বা বাকি বিশ্ব স্বীকৃতি দেবে! এর মধ্যে অবশ্য ফ্রান্স ঘোষণা দিয়েছে কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা দিলে তারা স্বীকৃতি দেবে না। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই এই স্বাধীনতা মানবেন না, প্রয়োজন হলে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা হবে। আবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট ও স্বাধীনতা আন্দোলনের নেতা কার্লেস পাউগডেমন্ট ঘোষণা দিয়েছেন জীবন গেলেও তারা স্বাধীনতার ঘোষণা দেবেনই। তিনি বলেছেন, গণভোটে মানুষের যে দাবি উঠে এসেছে তা বাস্তবায়ন করবেন তিনি। এখন থেকে চার দশক আগে স্পেন গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। তারপর থেকে এই প্রথম মাদ্রিদ ও বার্সেলোনার (কাতালোনিয়া) মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এর মধ্যে গতকাল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার বিরোধিতা করে দেশের ঐক্যের পক্ষে সমাবেশ করেছে অন্তত ৩ লাখ ৫০ হাজার মানুষ। এই সংকট এখন কোথায় যাচ্ছে তাই দেখার বিষয়। বিবিসি, সিএনএন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
ভয়াবহ রাজনৈতিক সংকটে স্পেন
কাতালোনিয়ার স্বাধীনতা ইস্যু
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর