স্পেনের চার দশকের ইতিহাসে এমন রাজনৈতিক সংকট সৃষ্টি আর হয়নি। গত ১ অক্টোবর দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজন করে। সেই ভোটের আয়োজন হয় দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে। কাতালোনিয়ার নেতারা দাবি করেছেন ভোটারদের ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে। এরপর গতকাল কাতালোনিয়ার পার্লামেন্ট বসার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে স্পেনের সাংবিধানিক আদালত কাতালান পার্লামেন্টের ওই অধিবেশন স্থগিত করে। এমন অবস্থায় আজ মঙ্গলবার অধিবেশনে বসছে কাতালান পার্লামেন্ট, কাতালানের স্বাধীনতার বিরোধী, বিরোধী দল সোশালিস্ট পার্টি। তাদের করা আবেদনের জবাবে সাংবিধানিক আদালত ওই সিদ্ধান্ত জানায়। এই পার্লামেন্ট অধিবেশন থেকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা। কিন্তু স্পেনের কাছ থেকে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা দিলে তাতে কি স্পেন বা বাকি বিশ্ব স্বীকৃতি দেবে! এর মধ্যে অবশ্য ফ্রান্স ঘোষণা দিয়েছে কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা দিলে তারা স্বীকৃতি দেবে না। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই এই স্বাধীনতা মানবেন না, প্রয়োজন হলে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা হবে। আবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট ও স্বাধীনতা আন্দোলনের নেতা কার্লেস পাউগডেমন্ট ঘোষণা দিয়েছেন জীবন গেলেও তারা স্বাধীনতার ঘোষণা দেবেনই। তিনি বলেছেন, গণভোটে মানুষের যে দাবি উঠে এসেছে তা বাস্তবায়ন করবেন তিনি। এখন থেকে চার দশক আগে স্পেন গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। তারপর থেকে এই প্রথম মাদ্রিদ ও বার্সেলোনার (কাতালোনিয়া) মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এর মধ্যে গতকাল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার বিরোধিতা করে দেশের ঐক্যের পক্ষে সমাবেশ করেছে অন্তত ৩ লাখ ৫০ হাজার মানুষ। এই সংকট এখন কোথায় যাচ্ছে তাই দেখার বিষয়। বিবিসি, সিএনএন।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
ভয়াবহ রাজনৈতিক সংকটে স্পেন
কাতালোনিয়ার স্বাধীনতা ইস্যু
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর