স্পেনের চার দশকের ইতিহাসে এমন রাজনৈতিক সংকট সৃষ্টি আর হয়নি। গত ১ অক্টোবর দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজন করে। সেই ভোটের আয়োজন হয় দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে। কাতালোনিয়ার নেতারা দাবি করেছেন ভোটারদের ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে। এরপর গতকাল কাতালোনিয়ার পার্লামেন্ট বসার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে স্পেনের সাংবিধানিক আদালত কাতালান পার্লামেন্টের ওই অধিবেশন স্থগিত করে। এমন অবস্থায় আজ মঙ্গলবার অধিবেশনে বসছে কাতালান পার্লামেন্ট, কাতালানের স্বাধীনতার বিরোধী, বিরোধী দল সোশালিস্ট পার্টি। তাদের করা আবেদনের জবাবে সাংবিধানিক আদালত ওই সিদ্ধান্ত জানায়। এই পার্লামেন্ট অধিবেশন থেকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা। কিন্তু স্পেনের কাছ থেকে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা দিলে তাতে কি স্পেন বা বাকি বিশ্ব স্বীকৃতি দেবে! এর মধ্যে অবশ্য ফ্রান্স ঘোষণা দিয়েছে কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা দিলে তারা স্বীকৃতি দেবে না। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই এই স্বাধীনতা মানবেন না, প্রয়োজন হলে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা হবে। আবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট ও স্বাধীনতা আন্দোলনের নেতা কার্লেস পাউগডেমন্ট ঘোষণা দিয়েছেন জীবন গেলেও তারা স্বাধীনতার ঘোষণা দেবেনই। তিনি বলেছেন, গণভোটে মানুষের যে দাবি উঠে এসেছে তা বাস্তবায়ন করবেন তিনি। এখন থেকে চার দশক আগে স্পেন গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। তারপর থেকে এই প্রথম মাদ্রিদ ও বার্সেলোনার (কাতালোনিয়া) মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এর মধ্যে গতকাল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার বিরোধিতা করে দেশের ঐক্যের পক্ষে সমাবেশ করেছে অন্তত ৩ লাখ ৫০ হাজার মানুষ। এই সংকট এখন কোথায় যাচ্ছে তাই দেখার বিষয়। বিবিসি, সিএনএন।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
ভয়াবহ রাজনৈতিক সংকটে স্পেন
কাতালোনিয়ার স্বাধীনতা ইস্যু
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর