স্পেনের চার দশকের ইতিহাসে এমন রাজনৈতিক সংকট সৃষ্টি আর হয়নি। গত ১ অক্টোবর দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজন করে। সেই ভোটের আয়োজন হয় দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে। কাতালোনিয়ার নেতারা দাবি করেছেন ভোটারদের ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে। এরপর গতকাল কাতালোনিয়ার পার্লামেন্ট বসার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে স্পেনের সাংবিধানিক আদালত কাতালান পার্লামেন্টের ওই অধিবেশন স্থগিত করে। এমন অবস্থায় আজ মঙ্গলবার অধিবেশনে বসছে কাতালান পার্লামেন্ট, কাতালানের স্বাধীনতার বিরোধী, বিরোধী দল সোশালিস্ট পার্টি। তাদের করা আবেদনের জবাবে সাংবিধানিক আদালত ওই সিদ্ধান্ত জানায়। এই পার্লামেন্ট অধিবেশন থেকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা। কিন্তু স্পেনের কাছ থেকে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা দিলে তাতে কি স্পেন বা বাকি বিশ্ব স্বীকৃতি দেবে! এর মধ্যে অবশ্য ফ্রান্স ঘোষণা দিয়েছে কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা দিলে তারা স্বীকৃতি দেবে না। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই এই স্বাধীনতা মানবেন না, প্রয়োজন হলে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা হবে। আবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট ও স্বাধীনতা আন্দোলনের নেতা কার্লেস পাউগডেমন্ট ঘোষণা দিয়েছেন জীবন গেলেও তারা স্বাধীনতার ঘোষণা দেবেনই। তিনি বলেছেন, গণভোটে মানুষের যে দাবি উঠে এসেছে তা বাস্তবায়ন করবেন তিনি। এখন থেকে চার দশক আগে স্পেন গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। তারপর থেকে এই প্রথম মাদ্রিদ ও বার্সেলোনার (কাতালোনিয়া) মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এর মধ্যে গতকাল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার বিরোধিতা করে দেশের ঐক্যের পক্ষে সমাবেশ করেছে অন্তত ৩ লাখ ৫০ হাজার মানুষ। এই সংকট এখন কোথায় যাচ্ছে তাই দেখার বিষয়। বিবিসি, সিএনএন।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
ভয়াবহ রাজনৈতিক সংকটে স্পেন
কাতালোনিয়ার স্বাধীনতা ইস্যু
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর