স্পেনের চার দশকের ইতিহাসে এমন রাজনৈতিক সংকট সৃষ্টি আর হয়নি। গত ১ অক্টোবর দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজন করে। সেই ভোটের আয়োজন হয় দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে। কাতালোনিয়ার নেতারা দাবি করেছেন ভোটারদের ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে। এরপর গতকাল কাতালোনিয়ার পার্লামেন্ট বসার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে স্পেনের সাংবিধানিক আদালত কাতালান পার্লামেন্টের ওই অধিবেশন স্থগিত করে। এমন অবস্থায় আজ মঙ্গলবার অধিবেশনে বসছে কাতালান পার্লামেন্ট, কাতালানের স্বাধীনতার বিরোধী, বিরোধী দল সোশালিস্ট পার্টি। তাদের করা আবেদনের জবাবে সাংবিধানিক আদালত ওই সিদ্ধান্ত জানায়। এই পার্লামেন্ট অধিবেশন থেকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা। কিন্তু স্পেনের কাছ থেকে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা দিলে তাতে কি স্পেন বা বাকি বিশ্ব স্বীকৃতি দেবে! এর মধ্যে অবশ্য ফ্রান্স ঘোষণা দিয়েছে কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা দিলে তারা স্বীকৃতি দেবে না। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই এই স্বাধীনতা মানবেন না, প্রয়োজন হলে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা হবে। আবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট ও স্বাধীনতা আন্দোলনের নেতা কার্লেস পাউগডেমন্ট ঘোষণা দিয়েছেন জীবন গেলেও তারা স্বাধীনতার ঘোষণা দেবেনই। তিনি বলেছেন, গণভোটে মানুষের যে দাবি উঠে এসেছে তা বাস্তবায়ন করবেন তিনি। এখন থেকে চার দশক আগে স্পেন গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। তারপর থেকে এই প্রথম মাদ্রিদ ও বার্সেলোনার (কাতালোনিয়া) মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এর মধ্যে গতকাল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার বিরোধিতা করে দেশের ঐক্যের পক্ষে সমাবেশ করেছে অন্তত ৩ লাখ ৫০ হাজার মানুষ। এই সংকট এখন কোথায় যাচ্ছে তাই দেখার বিষয়। বিবিসি, সিএনএন।
শিরোনাম
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ভয়াবহ রাজনৈতিক সংকটে স্পেন
কাতালোনিয়ার স্বাধীনতা ইস্যু
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর