বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কোরীয় উপদ্বীপে ফের মার্কিন বোমারু বিমান

উত্তেজনার মধ্যে কোরীয় উপদ্বীপের কাছে জাপানকে সঙ্গে নিয়ে দুটি বোমারু বিমান উড়িয়ে শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। গতকাল  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে মার্কিন সেনাবাহিনীর দুটি বি-১বি  বোমারু বিমান গুয়াম ঘাঁটি থেকে উড়াল দেয়। তাদের সঙ্গে  যোগ দেয় দক্ষিণ কোরিয়া ও জাপান। গত সপ্তাহে হোয়াইট হাউসে সামরিক অফিসার ও তাদের পরিবারের সঙ্গে ছবি তোলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, বর্তমান অবস্থা হলো ঝড়ের আগে শান্ত অবস্থা। এর একদিন পর টুইটারে তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে কোনো কাজ হবে না। ‘কাজ হবে শুধু এক পথে।’ প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকি উপেক্ষা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছিলেন, উত্তেজনা প্রশমনের লক্ষ্যে তার দফতর উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা শুরু করেছে। নিজ পররাষ্ট্রমন্ত্রীর এই কথায় ক্ষিপ্ত হয়ে ট্রাম্প টুইটার বার্তায় মন্তব্য করেছিলেন, টিলারসন অকারণে তার সময় নষ্ট করছেন। এ ঘটনার পরই কোরিয়ার আকাশে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধবিমানের মহড়া দেখা গেল। দক্ষিণ কোরিয়ার সেনাঘাঁটির জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, কোরিয়া উপদ্বীপে মার্কিন সেনাবাহিনীর দুটি বিমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার এফ-১৫কে নামের দুটি যুদ্ধবিমানও ছিল। বিবিসি, রয়টার্স।

সর্বশেষ খবর