বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রেসিডেন্ট জুমাকে অবশ্যই বিদায় নিতে হবে

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত

প্রেসিডেন্ট জুমাকে অবশ্যই বিদায় নিতে হবে

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে অবশ্যই প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। সোমবার রাতে দলটির জাতীয় নির্বাহী কমিটির (এনইসি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট জুমাকে জানানো হয়েছে। তারপরও পদত্যাগ না করলেও জুমার বিরুদ্ধে পার্লামেন্টে আস্থাভোট আনা হবে। আস্থাভোটে তার হারার সম্ভাবনাই বেশি। এএনসির সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। তবে প্রেসিডেন্ট জুমার ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত এএনসির তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। দলীয় সিদ্ধান্তের প্রতি প্রেসিডেন্ট জুমা কী সাড়া দিয়েছেন তা অবশ্য জানা যায়নি। এমনকি তার দফতর থেকেও এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে পদত্যাগের জন্য দলীয় অনুরোধের প্রতি জুমা আজ তার জবাব দিবেন বলে আশা করা হচ্ছে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে তিনি পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করবেন বলেও দলীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন। যদিও পদত্যাগের জন্য তাকে দল থেকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এএনসির মহাসচিব গতকাল সাংবাদিকদের একথা জানিয়েছেন। বিবিসির স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, পদত্যাগের ওই আহ্বান ঠেকানো প্রেসিডেন্টের জন্য কঠিনই হবে। তবে ওই সিদ্ধান্ত আইনিভাবে মানতে বাধ্য নন তিনি। এমনকি দলের আস্থা হারানো সত্ত্বেও টেকনিক্যালি প্রেসিডেন্ট পদ অব্যাহত রাখতে পারবেন তিনি। অবশ্য পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় থাকলে পার্লামেন্টে আস্থাভোটের মুখোমুখি হতে হবে তাকে। আগামী ২২ তারিখ এ ভোট অনুষ্ঠিত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় তার আগেও এ ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অবস্থায় পদত্যাগ করার জন্য জুমার প্রতি চাপ ক্রমেই বাড়ছিল। বিশেষ করে গত ডিসেম্বরে দলীয় কংগ্রেসে ভাইস প্রেসিডেন্ট সাইরিল রামাফোজার কাছে দলটির সভাপতির পদ খোয়ানোর পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছিল। কিন্তু পদত্যাগের আহ্বান উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে রেখেছেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর