সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আইএস যোদ্ধাদের ফেরত নিতে ইউরোপকে আহ্বান ট্রাম্পের

আটক ৮০০ আইএস জঙ্গি বিচারের মুখোমুখি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে ‘চূড়ান্ত লড়াইয়ে’ ধরা পড়া ৮০০-র বেশি যোদ্ধাকে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরাক সীমান্তের কাছে দেইর আল-জোরে আইএসের ‘শেষ আস্তানায়’ যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যে এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠীটি আইএসের ‘খেলাফত’ পতনের দ্বারপ্রান্তে বলেও মন্তব্য করেছেন। তিনি টুইটে লেখেন, ‘আইএস জঙ্গীরা এখন ইউরোপে প্রবেশ করতে চাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র চায় না এই জঙ্গীরা ইউরোপে অনুপ্রবেশ করুক। আমরা অনেক করেছি, অনেক খরচ করেছি। এখন সময় অন্যদের এগিয়ে আসা এবং সেটাই করা যা করতে তারা সক্ষম।’ যুক্তরাষ্ট্র প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সিরিয়ায় ধরা পড়া যোদ্ধাদের বিচারের মুখোমুখি না করা হলে তাদের একাংশ ইউরোপের দেশগুলোকে ঝুঁকিতে ফেলতে পারে। এর আগে শুক্রবার যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা বিভাগের প্রধান অ্যালেক্স ইয়ংগার ইউরোপে আইএসের হামলার ব্যাপারে আশঙ্কার কথা বলেছিলেন। তিনি সিরিয়ায় পরাজয়ের মধ্যেই মধ্যপ্রাচ্যভিত্তিক এ জঙ্গিগোষ্ঠীর সদস্যরা ‘বিপজ্জনক দক্ষতা ও যোগাযোগ’ ব্যবহার করে পুনরায় সংগঠিত হতে পরিকল্পনা করছে বলেও উদ্বেগ জানিয়েছিলেন। বিবিসি

সর্বশেষ খবর