বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
অন্য খবর

ওয়ালমার্টে মানুষের বদলে রোবট

ওয়ালমার্টে মানুষের বদলে রোবট

তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে ক্রমেই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষের বদলে জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট। এখন অনেক প্রতিষ্ঠানই মানুষের বদলে রোবট দিয়ে কাজ করাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি ওয়ালমার্ট জানিয়েছে, তাদের স্টোরগুলোতেও এখন থেকে মানুষের বদলে থাকবে রোবট। প্রাত্যহিক সব কাজ মানুষের বদলে রোবটই পরিচালনা করবে। খুব গর্বের সঙ্গেই এ ঘোষণা দিয়েছে ওয়ালমার্ট। বিভিন্ন সেলফের তালিকা এবং স্টোরে যেসব বক্স আসবে সেগুলো স্ক্যানিং করবে এসব রোবট। পুনরাবৃত্তি, অনুমাননির্ভর এবং ম্যানুয়াল বিভিন্ন কাজে মানুষের জায়গা দখল করে নেবে এসব রোবট। এর ফলে এসব কাজে আগে যে পরিমাণ কর্মী লাগত তা কমে আসবে। খরচ কমাতেই রোবট দিয়ে কাজ করার পরিকল্পনা করেছে ওয়ালমার্ট। মানুষের বদলে রোবট দিয়ে কাজ করালে খরচ অনেক কমে যাবে।

 

সর্বশেষ খবর