শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

মাঠে নামলেন সোনিয়া

লক্ষ্য বিরোধীদের এক জোট করা

মাঠে নামলেন সোনিয়া

ভারতে সাত পর্বের লোকসভা নির্বাচনের ছয় দফা শেষ। আগামী রবিবার হবে শেষ পর্বের নির্বাচন। কিন্তু তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করেছেন, তারা তিন শতাধিক আসন পাচ্ছেন এবং মোদিই হচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিরোধী দলগুলোর মতে, কোনোভাবেই এবার বিজেপি আসতে পারবে না। আর সর্বোচ্চ আসন পেলে তা দুশোর কাছাকাছি হতে পারে। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষায়  ‘মোদি সাবেক প্রধানমন্ত্রী’। তবে মোদির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ যাতে ক্ষমতা থেকে দূরে থাকে সেজন্য এবার সবাইকে নিয়ে বৈঠক করতে চলেছেন সংযুক্ত প্রগতিশীল জোট ইউপিএ’র চেয়ারপারসন সোনিয়া গান্ধী। বিরোধী দলগুলোকে এক সুতায় বেঁধে কিভাবে সরকার গড়বে তা ঠিক করতেই বিরোধী জোটগুলোর সঙ্গে বসছেন কংগ্রেস নেত্রী। তবে সবাই ফল প্রকাশের দিকে তাকিয়ে রয়েছেন। বিরোধীরা কতগুলো আসন পাবে তার উপর নির্ভর করছে সব কিছু। তবে বিরোধী দলের নেতাদের মতে, মোদির নেতৃত্বাধীন এনডিএ এবার সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ২৭২-এ পৌঁছাতে পারবে না। সেখানে বিরোধীদের জোটবদ্ধভাবেই রাষ্ট্রপতির কাছে যেতে হবে। সেই জোট বন্ধনের কাজটাই শুরু করে দিতে মাঠে নেমেছেন সোনিয়া গান্ধী। ইতিমধ্যেই ইউপিএ-সভানেত্রী হিসেবে সোনিয়া গান্ধী  ২৩ মে লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই কে চন্দ্রশেখর রাও (কেসিআর), নবীন পট্টনায়ক, জগমোহন রেড্ডি-র মতো অ-কংগ্রেসি, অ-বিজেপি দলের নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। এই দলগুলো এক সময় বিজেপির সঙ্গী ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কংগ্রেস সূত্রের খবর, সোনিয়ার হয়ে কংগ্রেসের শীর্ষনেতারা আঞ্চলিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ নিজে ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীনের সঙ্গে কথা বলেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর