ভারতে সাত পর্বের লোকসভা নির্বাচনের ছয় দফা শেষ। আগামী রবিবার হবে শেষ পর্বের নির্বাচন। কিন্তু তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করেছেন, তারা তিন শতাধিক আসন পাচ্ছেন এবং মোদিই হচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিরোধী দলগুলোর মতে, কোনোভাবেই এবার বিজেপি আসতে পারবে না। আর সর্বোচ্চ আসন পেলে তা দুশোর কাছাকাছি হতে পারে। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষায় ‘মোদি সাবেক প্রধানমন্ত্রী’। তবে মোদির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ যাতে ক্ষমতা থেকে দূরে থাকে সেজন্য এবার সবাইকে নিয়ে বৈঠক করতে চলেছেন সংযুক্ত প্রগতিশীল জোট ইউপিএ’র চেয়ারপারসন সোনিয়া গান্ধী। বিরোধী দলগুলোকে এক সুতায় বেঁধে কিভাবে সরকার গড়বে তা ঠিক করতেই বিরোধী জোটগুলোর সঙ্গে বসছেন কংগ্রেস নেত্রী। তবে সবাই ফল প্রকাশের দিকে তাকিয়ে রয়েছেন। বিরোধীরা কতগুলো আসন পাবে তার উপর নির্ভর করছে সব কিছু। তবে বিরোধী দলের নেতাদের মতে, মোদির নেতৃত্বাধীন এনডিএ এবার সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ২৭২-এ পৌঁছাতে পারবে না। সেখানে বিরোধীদের জোটবদ্ধভাবেই রাষ্ট্রপতির কাছে যেতে হবে। সেই জোট বন্ধনের কাজটাই শুরু করে দিতে মাঠে নেমেছেন সোনিয়া গান্ধী। ইতিমধ্যেই ইউপিএ-সভানেত্রী হিসেবে সোনিয়া গান্ধী ২৩ মে লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই কে চন্দ্রশেখর রাও (কেসিআর), নবীন পট্টনায়ক, জগমোহন রেড্ডি-র মতো অ-কংগ্রেসি, অ-বিজেপি দলের নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। এই দলগুলো এক সময় বিজেপির সঙ্গী ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কংগ্রেস সূত্রের খবর, সোনিয়ার হয়ে কংগ্রেসের শীর্ষনেতারা আঞ্চলিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ নিজে ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীনের সঙ্গে কথা বলেছেন।
শিরোনাম
- ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড–কম্বোডিয়া শান্তি চুক্তি সই
- নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক
- হাসিনার স্বজন পরিচয়ে ইউরোপে আশ্রয় চান পলাতক পুলিশ কর্মকর্তা
- বিসিবিকে না, টেস্টে অধিনায়কত্বে ফিরছেন না শান্ত
- বিএনপির ৩১ দফা প্রচারে নওগাঁর গ্রামে গ্রামে উঠান বৈঠক
- বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি, কী বলছে ভারত?
- ৫ মামলায় জামিন চেয়ে খায়রুল হকের আবেদনের শুনানি দুপুরে
- নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ
- ‘ডলফিন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে মানুষও বাঁচবে’
- গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
- চট্টগ্রামের সবুজ উইকেটে কেমন হবে রান?
- সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
- নির্বাচন বানচালে তৎপরতা চালাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা : ফারুক
- শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের
- এশিয়া সফর শুরু ট্রাম্পের
- ফ্রান্সে স্কুলছাত্রী ধর্ষণ-হত্যার দায়ে প্রথম কোনো নারীর যাবজ্জীবন
- ফেসবুকে ভুয়া চাকরির প্রলোভন, নতুন ফাঁদে পড়ছেন ব্যবহারকারীরা
- বৃষ্টিহীন ঢাকায় আজও থাকবে গরমের দাপট
- মালয়েশিয়ায় নেমেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল
- চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ফেলেই ২ কিলোমিটার গেল ট্রেন
মাঠে নামলেন সোনিয়া
লক্ষ্য বিরোধীদের এক জোট করা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর