শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

মমতার হুঁশিয়ারির পর গণইস্তফা চিকিৎসকদের

কলকাতা প্রতিনিধি

টানা তিন দিন ধরে চলা অচলাবস্থা কাটাতে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল দুপুর সাড়ে ১২টা নাগাদ কলকাতায় রাজ্যের সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল এসএসকেএম-এ আসেন মুখ্যমন্ত্রী। সেখানে কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের উদ্দেশে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন মমতা। কর্মবিরতি তুলে নিয়ে চার ঘণ্টার মধ্যে কাজ চালু করার নির্দেশ দেন মমতা। নির্দেশ না মানলে ডাক্তারদের বিরুদ্ধে এসমা (এসেনসিয়াল সার্ভিস মেন্টেনেন্স অ্যাক্ট) জারি করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে এসমা জারির হুঁশিয়ারি দেওয়ার পরেও নিজেদের অবস্থানে অনড় চিকিৎসকরা। তাদের পাল্টা হুঁশিয়ারি, আমরা কেউ সরকারের কাছে দায়বদ্ধ নই। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পাল্টা হিসেবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ৮ জন জুনিয়র চিকিৎসক ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন।

সর্বশেষ খবর