শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সংক্ষেপে

ভারত-পাকিস্তান চুক্তি

কাশ্মীর ইস্যুতে তীব্র উত্তেজনার মধ্যেই শিখ তীর্থযাত্রীদের জন্য করিডোর সুবিধা দিতে একটি চুক্তি সই করেছে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, কারতারপুর করিডোর ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত একটি তীর্থস্থানে প্রতিদিন ৫ হাজার ভারতীয় শিখ ধর্মাবলম্বী ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পাবেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোওয়াল জেলার দরবার সাহিব পাকিস্তান- ভারত সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত।

 

গোপন বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বৈঠকের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে বাহরাইন। গত কয়েক বছর ধরে পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষা করে আসছে, তবে তারা তা প্রকাশ্যে স্বীকার করে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর