বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পৃথিবীর জন্য জরুরি অবস্থা ঘোষণা

পৃথিবীর জন্য জরুরি অবস্থা ঘোষণা

জলবায়ু পরিবর্তনে জরুরি অবস্থার সম্মুখীন বিশ্ব। সুদূরপ্রসারী ও স্থায়ী পরিবর্তন ছাড়া অকথিত মানব নিপীড়নের শিকার হচ্ছে বিশ্ব। জাতিসংঘের আন্তঃরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন প্যানেলে ১৫৩ দেশের ১১ হাজার ২৫৮ বিজ্ঞানীর করা বৈশ্বিক উষ্ণতা সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠেছে। বিজ্ঞানীদের ৪০ বছরব্যাপী সংগ্রহকৃত তথ্যের ভিত্তিতে করা ওই গবেষণা প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করে বায়োসায়েন্স জার্নাল। গবেষণায় জলবায়ু পরিবর্তনজনিত সংকট চিহ্নিত করতে বিশ্বব্যাপী সরকারগুলো ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করা হয়েছে। সংকট মোকাবিলায় আমূল ও টেকসই পরিবর্তন ছাড়া বিশ্ব ‘অবর্ণনীয় দুর্ভোগের’ পথেই এগিয়ে যাচ্ছে বলেও এতে সতর্ক করা হয়েছে, জানিয়েছে বিবিসি। গবেষকরা বলছেন, নৈতিক বাধ্যবাধকতার কারণেই তারা এই ভয়াবহ হুমকির মাত্রা নিয়ে সতর্ক করছেন। রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে গত মাসই ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ অক্টোবর, উপগ্রহের তথ্যের বরাতে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার দিনই জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন ওই গবেষণার ফল প্রকাশিত হয়। এর আগে, বিচ্ছিন্নভাবে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উদ্বেগের কথা জানালেও এই প্রথম বিশ্বের প্রায় সব দেশের বিজ্ঞানীরা জোটবদ্ধভাবে এরকম একটি ঘোষণা দিলেন।

সর্বশেষ খবর