শিরোনাম
শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাল্টা ব্যবস্থা নেবে চীন

যুক্তরাষ্ট্রের হংকং আইন

হংকংয়ে বিক্ষোভের সমর্থনে যুক্তরাষ্ট্র যে আইন করেছে তার পাল্টা জবাবে ওই আইনের খসড়া প্রণয়নকারীদের চীনা মূল ভূখ সহ হংকং এবং ম্যাকাউয়ে প্রবেশ নিষিদ্ধের তালিকায় রাখার কথা ভাবছে চীন। চীনের ‘গ্লোবাল টাইমস’ পত্রিকার প্রধান সম্পাদক হু সিঝিন বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তবে হু তার করা টুইটে এ পদক্ষেপের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি এবং কীভাবে এ তথ্য জানলেন সে সম্পর্কেও কিছু বলেননি। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা ‘দ্য পিপলস ডেইলি’ ‘গ্লোবাল টাইমস’ ট্যাবলয়েড প্রকাশ করে। পত্রিকাটির সম্পাদক হু তার টুইটে লিখেছেন, ‘হংকং নিয়ে যুক্তরাষ্ট্র কোনো আইনগত অধিকার খাটাতে পারে না।’ ‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট’-এর বদৌলতে যুক্তরাষ্ট্র এ অধিকার পেয়ে যাবে না। ওয়াশিংটন হংকংকে চীন-যুক্তরাষ্ট্র খেলায় টেনে আনার আশা করে থাকলে তাদের হংকংয়ের জনগণের সম্ভাব্য ক্ষতির জন্য নৈতিক দায়িত্ব নিতে হবে।’ বুধবার হংকংয়ে বিক্ষোভের সমর্থনে করা বিলটিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ খবর