মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাদের অঙ্গীকারের কথা গতকাল পুনর্ব্যক্ত করেছেন। দিল্লিতে হায়দরাবাদ হাউসে দুই নেতার মধ্যে বৈঠক শেষে তাঁরা যৌথ প্রেস ব্রিফিংয়ে জানান, উভয় দেশ তাদের সম্পর্কের অব্যাহত উন্নয়ন ঘটিয়ে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার পর্যায়ে উন্নীত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ও নরেন্দ্র মোদি প্রতিরক্ষা সহযোগিতা প্রসারণে সম্মত হয়েছেন। এর ফলে ভারত যুক্তরাষ্ট্র থেকে ৩০০ কোটি ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা উপকরণ কিনবে। এর মধ্যে থাকবে অ্যাপাচে ও এমএইচ৬০ হেলিকপ্টার। ট্রাম্প বলেন, এসব কপ্টার হচ্ছে বিশ্বসেরা। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন করতে তার দেশ ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের উগ্র ইসলামী সন্ত্রাসবাদ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর। ভারতের বিতর্কিত ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ বিষয়ে অভিমত জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি ভারতের কাছে ছেড়ে দিয়েছি। ভারত তার জনগণের জন্য নিশ্চয়ই উচিত কাজটিই করবে। ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মিস্টার মোদি আমায় জানিয়েছেন তিনি মানুষের ধর্মীয় স্বাধীনতা ভোগ করার পক্ষপাতী। দুই দেশের মধ্যে এখনো কোনো বাণিজ্যিক চুক্তি না হলেও এ ধরনের চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু করবে বলে দুই নেতাই ইঙ্গিত দিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করা মার্কিন প্রেসিডেন্ট ভারতে ফাইভ-জি টেলিকম নেটওয়ার্কের সুরক্ষার গুরুত্ব নিয়েও মোদির সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন। ভারতের টেলিকম খাতে দীর্ঘদিন ধরেই হুয়াওয়ের আনাগোনা রয়েছে। ফাইভ-জি নেটওয়ার্কের নিলামে চীনা এ কোম্পানির অংশগ্রহণ কিংবা তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে কিনা, নয়াদিল্লির কাছ থেকে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
শিরোনাম
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
যুক্তরাষ্ট্র-ভারত গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার
যৌথ প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প ও মোদি
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর