বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

সৌদি যুবরাজের মাস্টারপ্ল্যান কি ভেস্তে যাবে?

সৌদি যুবরাজের মাস্টারপ্ল্যান কি ভেস্তে যাবে?

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। সৌদি আরবের অবস্থা অনেকটাই অচল। কারণ তলানিতে গিয়ে ঠেকেছে জ্বালানি তেলের দাম। এ অবস্থায় বড় অংকের বাজেট ঘাটতিতে পড়তে যাচ্ছে তেলনির্ভর দেশ সৌদি আরব।  সৌদি আরব পরিস্থিতি সামাল দিতে ভ্যাট তিনগুণ বাড়ানোর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ভাতা কমিয়েছে। তাতে যে খুব একটা বেশি সুবিধা করা যাবে বলার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, বাজেট ঘাটতি পূরণ করতে হলে তেলের দাম কয়েকগুণ বাড়াতে হবে, যা অনেকটাই অসম্ভব। তার ওপর ইয়েমেনে হামলা করে বড় অংকের সামরিক ব্যয় করতে হচ্ছে সৌদি আরবকে। বিশেষকরে অস্ত্র কেনার পেছনে। ফলে সৌদি যুবরাজ ভিশন ২০৩০ নামে যে উচ্চাকাঙক্ষী মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তা বাস্তবায়ন কঠিন হয়ে যাচ্ছে। সৌদি আরবের রাজস্বের ৯০ শতাংশ আসে তেল বিক্রি থেকে। কিন্তু তেলের দাম ও চাহিদা কমে যাওয়ায় রাজস্ব আয়ও ব্যাপকভাবে কমে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, গত মাসে জ্বালানি তেলের চাহিদা কমেছে প্রায় ৩০ শতাংশ। এ বছর আরো ১০ শতাংশ কমবে। এ অবস্থায় চলতি বছর সৌদির অর্থনীতি ২.৩ শতাংশ সংকোচিত হবে। অর্থাৎ অর্থনীতি বাঁচানোই এখন দায় হয়ে পড়েছে দেশটির জন্য।

সর্বশেষ খবর