শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিন এলেও কয়েক দশক পৃথিবীতে থেকে যাবে করোনা

সেই গত বছরের শেষ দিন থেকে শুরু হয়েছে করোনাভাইরাসের প্রকোপ। মে মাস শেষ হতে চললেও থামার কোনো লক্ষণ নেই। বিশ্বের বিভিন্ন দেশে এখনো সংক্রমণের হার বাড়ছে তড়তড় করে। বিশেষজ্ঞরা বলছেন- এ অবস্থার পরিবর্তন করতে পারে কেবল প্রতিষেধক। এই প্রতিষেধক কবে তৈরি হবে সেদিকেই তাকিয়ে আছে বিশ্ববাসী। আবার বিশেষজ্ঞরা বলছেন- প্রতিষেধক আসাটাই শেষ কথা নয়। ভ্যাকসিন তৈরি হলেও দশকের পর দশক বিশ্বে মানুষের মধ্য থেকে যেতে পারে করোনাভাইরাস। এটাই নাকি মহামারীর নিয়ম। বিশেষজ্ঞরা এই ধরনের রোগকে বলে থাকেন এনডেমিক। এরকম কিছু রোগের উদাহরণ হলো- হাম, এইচআইভি, চিকেন পক্স। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন, অদূর ভবিষ্যতেও করোনা প্রকপের শেষ দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ ভবিষ্যতে পরিস্থিতি হয়তো এতটা খারাপ থাকবে না। এই ভাইরাসের শক্তি  ক্ষয় হবে। মানুষও এই ভাইরাসের সঙ্গে নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মানিয়ে নেবে।

সর্বশেষ খবর