শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত বিমান

শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত বিমান

শব্দ প্রতি ঘণ্টায় ১২৩৫ কিলোমিটার পথ উড়ে যেতে পারে। কিন্তু যান যদি ৬,৪০০ কিলোমিটার বেগে চলে তাহলে কেমন হয়? সত্যিই এমন বিমানই তৈরি হচ্ছে। ব্রিটিশ কোম্পানি রিঅ্যাকশন ইঞ্জিন এই বিমান তৈরি করছে। সংস্থাটির যুক্তরাষ্ট্র শাখার প্রধান অ্যাডাম ডিসেল বললেন, ‘আমার চাকরি জীবনের একটা বড় অংশ কেটেছে দ্রুতগতিতে উড়তে পারে এমন সব বিমান তৈরি করা। এবার সত্যিই আমরা এমন বিমান তৈরি করছি যা, মাক-৫ বা প্রতি ঘণ্টায় ৬,৪০০ কিলোমিটার পথ উড়তে পারবে। মাক-১ হচ্ছে গতিমাপক সংখ্যা (১২৩৫ কিলোমিটার)। এদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এরা এমন একটি যাত্রীবাহী বিমান তৈরি করবে লন্ডন থেকে সিডনি যেতে যার সময় লাগবে মাত্র চার ঘণ্টা। এখন সময় লাগে ২১ ঘণ্টারও বেশি। লসঅ্যাঞ্জেলেস থেকে টোকিও যেতে এই বিমানের সময় লাগবে মাত্র দুই ঘণ্টা। তবে হাইপারসোনিক বিমান তৈরির গবেষণার বেশির ভাগ চলছে বেসরকারি বিমান নয়, জঙ্গীবিমান তৈরির লক্ষ্যে। জেমস অ্যাকটন হলেন ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর একজন পদার্থবিজ্ঞানী। তিনি বলছেন, হাইপারসোনিক অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন বিভিন্ন ধরনের নকশা নিয়ে কাজ করছে। মাক-৫ গতিতে একটি বিমান উড়ে গেলে যে পরিমাণ তাপ তৈরি হবে তা সহ্য করতে পারে এমন উপকরণ তৈরির যেমন গবেষণা চলছে, তেমনি বিজ্ঞানীরা চেষ্টা করছেন এর সঙ্গে তাল মেলাতে পারে এমন প্রযুক্তি তৈরি করতে।

 

সর্বশেষ খবর