শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

‘পাকিস্তানের বিরাট পাঁচটি মিথ্যা মানুষের কাছে ধরা পড়ে গেল’

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘে পাকিস্তান মিশন বলেছে, তাদের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম ২৪ আগস্ট নিরাপত্তা পরিষদে বক্তৃতাকালে সন্ত্রাস ও ভারত-পাকিস্তান পরিস্থিতি বিষয়ে সুস্পষ্ট কিছু চিত্র তুলে ধরেছেন। কিন্তু জাতিসংঘস্থ ভারতীয় মিশন বলেছে, ২৪ আগস্ট তো নিরাপত্তা পরিষদের অধিবেশন ওই পরিষদের অসদস্যদের জন্য উন্মুক্তই ছিল না। তাহলে ভদ্রলোক ওখানে কীভাবে বক্তৃতা করলেন?

হিন্দুস্থান টাইমস জানায়, পাকিস্তানি প্রতিনিধির কথিত বিবৃতি যা বলা হয়েছে বলে ওই দেশের পত্রপত্রিকায় প্রচার করা হয়েছে, তাতে ‘পাকিস্তানের বিরাট পাঁচটি মিথ্যা মানুষের কাছে ধরা পড়ে গেল’ বলে মন্তব্য করেছে ভারতীয় মিশন। ১ নম্বর মিথ্যাচার : বক্তৃতা দিয়ে বক্তৃতা দেওয়ার ভঙ্গি করা। ২. সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীরা অপকর্ম করছে। পাকিস্তানের এ অভিযোগ নাকচ করে ভারতীয় মিশন বলেছে, ওই অপকর্মটির শিকার তো ভারত। একটা মিথ্যা শতবার বললেও তা সত্য হয় না। ৩. কথিত বিবৃতিতে পাকিস্তান বলেছে, সে আলকায়েদাকে এ অঞ্চলে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। ভারতীয় মিশন বলে, ওসামা বিন লাদেন দীর্ঘকাল পাকিস্তানে লুকিয়ে ছিল; সেখানেই মার্কিন বাহিনী তাকে হত্যা করেছে। ৪. নির্যাতনের কারণে সংখ্যালঘুরা ভারত ছাড়ছে- এ অভিযোগকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে ভারতীয় মিশন জানায়, ১৯৪৭ সালে পাকিস্তানে যত সংখ্যালঘু বাস করত, তার সংখ্যা কমতে কমতে এখন শতকরা ৩ ভাগে এসে ঠেকেছে। ৫. জম্মু ও কাশ্মীরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা ‘অন্যায়’ বলা হয়েছে। ভারতীয় মিশন বলেছে, সার্বভৌম দেশ হিসেবে ভারত তার অঞ্চলবিশেষের জনকল্যাণে যে ব্যবস্থা নেয় সারা দুনিয়া তা দেখেছে। মিথ্যাচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

সর্বশেষ খবর