ব্রিটিশ রাজপরিবারের ছায়া থেকে বেরিয়ে এসেছেন বেশ কিছুদিন। কিন্তু এখন কী করবেন ডায়নাপুত্র হ্যারি ও তার বধূ মেগান মার্কেল? এখনো অনেকেই সন্দিহান তাদের নিয়ে। ব্রিটেনের রাজপরিবারের সুযোগ-সুবিধা ছেড়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করা তো আর চাট্টিখানি কথা নয়! অনেক কিছুর মতো অভিনয়েই থিতু হতে চান মেগান। হলিউডের ডাকসাইটে প্রযোজকের নতুন সিনেমায় নাকি মেগান মার্কেল অভিনয় করতে চলেছেন, সে কথাও শোনা গিয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে অন্য খবর। আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই রাজদম্পতি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মেগান-হ্যারি সম্প্রতি বড়সড় চুক্তি স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফরমের সঙ্গে। নেটফ্লিক্সের সঙ্গে বেশ কয়েক বছরের চুক্তি হয়েছে তাদের। সম্প্রতি এক বিবৃতিতে এই দম্পতি জানিয়েছেন, ভালো বিষয় দেখানোই তাদের উদ্দেশ্য।