বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনার সঙ্গে ফ্লু, শীতের আগে ‘টুইনডেমিক’ উপসর্গ নিয়ে উদ্বেগ

করোনার সঙ্গে ফ্লু, শীতের আগে ‘টুইনডেমিক’ উপসর্গ নিয়ে উদ্বেগ

কভিড-১৯ ও শীতকালীন ফ্লু, এই জোড়া ভাইরাসের হানা নিয়ে উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহল থেকে জনস্বাস্থ্য বিভাগে। কারণ এদের উপসর্গ কার্যত এক। দুটিই সংক্রমিত হয় দ্রুত। ফুসফুসকে অকেজো করে দেওয়া এই দুই ভাইরাসজনিত অসুখকে এবার ‘টুইনডেমিক’ নাম দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, শীতকালে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ এড়াতে আগাম ফ্লু ভ্যাকসিন নিয়ে নিতে হবে। তাহলে দ্রুত এই ভাইরাস কারও শরীরে প্রবেশ করতে পারবে না একইসঙ্গে অন্যের শরীরে সংক্রমিতও হবে না। তবে চিন্তার বিষয় হলো, ফ্লুয়ের উপসর্গের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যেসব লক্ষণ দেখা যায় তাদের মিল রয়েছে প্রচুর। তাই এবার শীতে কারও সাধারণ ফ্লু হলেও করোনা হয়েছে ভেবে আতঙ্কিত হওয়ার প্রবণতা বাড়তে পারে। যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকাল বিদায় নিয়ে যুক্তরাষ্ট্রে শীত প্রায় আসন্ন। সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের মতে, মানুষ আসলে বলতে পারছেন না তারা কিসের অসুস্থতায় ভুগছেন। দুই রোগেরই সাধারণ উপসর্গ হলো জ্বর, সর্দি-কাশি, প্রবল ঠান্ডা লাগা এবং শ্বাস নিতে কষ্ট। তবে পার্থক্য কভিডে গন্ধ, স্বাদের মতো অনুভূতি চলে যায়। কিন্তু করোনা-আক্রান্ত সবারই যে আবার স্বাদ-গন্ধ চলে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে, তেমনটা নয়।

সর্বশেষ খবর