শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সুপ্রিম কোর্টের একটি রায়ে ট্রাম্পের মধ্যে চাঞ্চল্য

করোনাভাইরাসের সংক্রমণ থামাতে নিউইয়র্কের গভর্নরের ঘোষিত নিষেধাজ্ঞা বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। গভর্নর অ্যান্ড্রু কুমো এক নির্দেশে সেখানকার সব ধর্মীয় সমাবেশে অংশ গ্রহণকারীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দেন। তবে এমন নির্দেশকে নিয়ন্ত্রণমূলক দাবি করে এর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করে একটি চার্চ ও ইহুদিদের দুটি ধর্মীয় প্রতিষ্ঠান। তবে রায় যায় গভর্নরের পক্ষে। এরপর এ রায় নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে। আর সেখানেই এ ধরনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে রায় দেন বিচারকরা। সুপ্রিম কোর্টের রায় মূলত দেশটির রক্ষণশীলতার বার্তা দিয়েছে। সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ নিয়োগ দেওয়া বিচারপতি অ্যামি কোনি ব্যারেট এ মামলায় রক্ষণশীলদের পক্ষে অবস্থান নেন। বিচারপতি হিসেবে ব্যারেট প্রথম রায়ে রক্ষণশীলদের পক্ষেই অবস্থান স্পষ্ট করলেন। সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের পক্ষে এমন রায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নড়েচড়ে বসেছেন। কারণ, প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়ে তিনি বসে আছেন সুপ্রিম কোর্টের আশায়।

 

সর্বশেষ খবর