শিরোনাম
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভারতের সেই যুদ্ধবিমানের পাইলটের লাশ উদ্ধার

যত সময় পার হচ্ছিল, তত আশঙ্কা বাড়ছিল। তার মধ্যেও সামান্য একটা আশা ছিল। কিন্তু গতকাল সেই আশাও শেষ হয়ে গেল। আরব সাগর থেকে উদ্ধার করা হলো ভারতের মিগ-২৯কে ট্রেনার যুদ্ধবিমানের পাইলট কমান্ডার নিশান্ত সিংয়ের লাশ। গত ২৬ নভেম্বর বিকাল পাঁচটা নাগাদ আইএনএস বিক্রমাদিত্য থেকে মিগ-২৯কে ট্রেনার বিমান নিয়ে উড়েছিলেন দুই পাইলট। রুটিন চক্করের সময় আরব সাগরে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট রাশিয়ান যুদ্ধবিমানটি। সেদিন এক পাইলটকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি কমান্ডার নিশান্তের। তিন দিন পর ল্যান্ডিং গিয়ার, ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিনসহ ভেঙে পড়া বিমানের কয়েকটি  যন্ত্রাংশ চিহ্নিত করা হয়েছিল। কিন্তু কমান্ডার নিশান্তের খোঁজ মিলছিল না।  দুর্ঘটনার ১১ দিন পর আরব সাগরে কমান্ডার নিশান্তের মৃতদেহ পাওয়া গেছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রগর্ভের প্রায় ৭০ মিটার নিচ থেকে কমান্ডার নিশান্ত সিংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর