শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফ্রান্সের মন্ত্রিসভায় ইসলামবিদ্বেষী আইন পাস

ফ্রান্সের মন্ত্রিসভা ধারাবাহিক চরমপন্থি হামলার পর, কট্টর ইসলামপন্থিদের বিরুদ্ধে একটি বিল অনুমোদন দিয়েছে। নতুন আইনের শিরোনাম দেওয়া হয়েছে ‘বিচ্ছিন্নতাবাদ বিরোধী বিল’। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাকস্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার আড়ালে ফ্রান্স কট্টর ইসলামপন্থার বিরুদ্ধে নতুন আইন অনুমোদন দিয়েছে। বলা হচ্ছে, আইনটি ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে বহাল রাখার জন্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দীর্ঘমেয়াদি অভিযানের অংশ। তবে ফ্রান্স এবং দেশটির বাইরের সমালোচকরা বলছেন, ইসলাম ধর্মকে লক্ষ্যবস্তু করতেই ম্যাক্রোঁ সরকারের এই আইন। কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাস্টেক্স বলেছেন, এটি একটি ‘নিরাপত্তা আইন’, যা মুসলমানদের উগ্রপন্থিদের হাত থেকে রক্ষা করবে। তিনি আরও বলেছেন, এই আইনে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে না। কিন্তু এটি দিয়ে ইসলামী চরমপন্থার মতো ঘৃণ্য মতাদর্শকে মোকাবিলা করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইনে গোপনে ইসলামী আদর্শ প্রচারে নিষেধাজ্ঞা আরোপ এবং বাড়িতে ইসলাম শিক্ষার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হবে।

সর্বশেষ খবর