মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশ্ব অর্থনীতি ফোরাম সম্মেলন শুরু আজ

বিশ্ব অর্থনীতি ফোরামের বৈঠক আজ। ৫০ বছর ধরে বার্ষিক এ সম্মেলনের আয়োজন চলছে। বিশ্বের রাজনৈতিক, বাণিজ্যিক নেতা ও সোশ্যাল অ্যাকটিভিস্টরা সুইজারল্যান্ডের শহর দাভোসে একত্রিত হন এবং আলোচনা করেন। এ বছর এ সম্মেলন আরও গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্ব এখন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বেকারের সংখ্যা প্রচুর বেড়েছে। বিশ্বজুড়ে অসাম্য বাড়ছে। কিন্তু এবার সে শহরে কেউ যাবেন না। বৈঠক হবে ভার্চুয়ালি।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী সুগা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনলাইনে ভাষণ দেবেন। ট্রাম্পের সময়ে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। এখন বাইডেন প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়েছেন। ফলে ভবিষ্যতে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক কী হবে সে বিষয়ে তাঁর মত জানাতে পারবেন শি জিন পিং। আজ শুরু হয়ে ২৯ জানুয়ারি এ ভার্চুয়াল বৈঠক চলবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ডে, আইএমএফের ম্যানেজিং ডিরেক্টরও থাকবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) একটি সমীক্ষা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, করোনার প্রভাব যেভাবে আর্থিক ও সামাজিক ক্ষেত্রে পড়েছে তার ফলে সামাজিক অস্থিরতা, ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিতে পারে।

সর্বশেষ খবর