মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কৃষি আইন নিয়ে অনড় মোদি

কৃষি আইন নিয়ে অনড় মোদি

কৃষি আইন নিয়ে ছাড় দিতে নারাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে দুই মাস ধরে চলা কৃষক আন্দোলনের মধ্যে দুই বার মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। প্রথমটি মাস খানেক আগে। তখন তিনি বলেছিলেন এই আইন বহু বছর ধরে গবেষণার ফল। কৃষকরা না বুঝেই এর বিরোধিতা করছে। এর মাস খানেক পর গত পরশু প্রধানমন্ত্রী মোদি বললেন, তার সরকার কৃষি সংস্কার আইন নিয়ে এগিয়ে যাবে। ২৬ জানুয়ারির ওই ঘটনাকে জাতীয় পতাকার প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশ ওই ঘটনায় অপমানিত ও ক্ষুব্ধ। খবর আল জাজিরার। রবিবার রেডিও ভাষণে মোদি বলেন, তার সরকার কৃষির আধুনিকায়নে বদ্ধপরিকর। এর মধ্যে এ বিষয়ে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতের কৃষি আইনের প্রতিবাদে গত দুইমাস ধরে সেখানকার কৃষকরা আন্দোলন করে আসছেন। কৃষকরা দিল্লির শহরতলীতে অবস্থান নিয়ে তাদের দাবি দাওয়ার কথা বলে যাচ্ছেন। তবে দফায় দফায় এখনো সরকার ও কৃষকদের মধ্যে কোনো ফয়সালা হয়নি। গত সপ্তাহে ট্রাক্টর মিছিল করে কৃষকরা দিল্লিতে প্রবেশের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় একজন কৃষক মারা যান। কৃষকরা রাজধানীতে ঐতিহাসিক লাল কেল্লার ক্ষতিসাধন করে। তারা কেল্লার ওপর কৃষক ইউনিয়ন ও ধর্মীয় পতাকা টাঙিয়ে দেয়। ওইদিনের সহিংসতায় শত শত কৃষক আহত হন।  কৃষকর নেতারা বলেছেন, ওইদিনের সহিংসতার জন্য তারা দায়ী নন। উগ্র মনোভাবাপন্ন কিছু মানুষ ওই কাজ করেছে। তারা সরকারের সঙ্গে আবারও আলোচনায় বসতে আগ্রহী।

কৃষকরা মোদি সরকারের করা নতুন ওই তিন কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহার চাইছে। ভারতীয় কৃষকদের আশঙ্কা, নতুন কৃষি আইনের ফলে সরকার আর ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ফসল কিনতে বাধ্য থাকবে না। বাজারের উপর সরকারের নজরদারিও কমে যাবে। ফলে বাজারের নিয়ন্ত্রণ এবং কৃষি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা বড় বড় ব্যক্তিমালিকানাধীন কোম্পানির হাতে  চলে যাবে এবং কৃষকদের জীবন তাদের দয়ার উপর  নির্ভরশীল হয়ে পড়বে। পাঞ্জাব থেকে শুরু হওয়া ওই আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। শীত মৌসুমে প্রচন্ড ঠান্ডার মধ্যেই কৃষকরা রাস্তায় অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যতদিন পর্যন্ত সরকার ওই তিন আইন বাতিল না করবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। গত ১২ জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট নতুন তিনটি কৃষি আইন বাস্তবায়নে স্থগিতাদেশ দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর