বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উহানের সেই ল্যাব পরিদর্শনে হু’র বিশেষজ্ঞরা

করোনাভাইরাসের উৎসস্থলের সন্ধানে নামা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তদন্ত দলটি চীনের উহানে একটি পরীক্ষাগার পরিদর্শন করেছে। গতকাল কড়া নিরাপত্তার মধ্যে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে যান তারা। সেখানে ‘ব্যাট ওমেন’ বা ‘বাদুড় মানবী’ হিসেবে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির সঙ্গেও কথা বলেছেন ওই বিশেষজ্ঞরা। রয়টার্স।

২০১৯ সালের শেষের দিকে উহান ইনস্টিটউট অব ভাইরোলজি থেকেই করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে দাবি করে আসছেন অনেক বিজ্ঞানী। তাদের ধারণা, কোনো বন্যপ্রাণীর ওপর পরীক্ষা করতে গিয়ে এ ভাইরাসটি দ্বারা সংক্রমিত হওয়ার পর পালিয়ে যায় গবেষণাগারটির সদস্যরা। এরপরই অন্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। তবে চীন বরাবরই সে দাবি উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, আমদানি করা ফ্রোজেন খাবার থেকেই ছড়িয়েছে এ ভাইরাস। করোনাভাইরাস আসলে কোথা থেকে উদ্ভূত হয়েছিল এবং কীভাবে এটি ছড়িয়ে পড়ে সে বিষয়ে তথ্য সংগ্রহ এবং সন্ধানের অংশ হিসেবে সম্প্রতি চীনে যায় ডব্লিউএইচও’র তদন্ত দল।

সর্বশেষ খবর