শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তান ছাড়ছে না ন্যাটো

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের পর আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। তালেবানের সঙ্গে সাবেক ট্রাম্প প্রশাসনের চুক্তিতে বলা হয়েছিল চলতি বছরের মে নাগাদ যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং অন্যসব বিদেশি শক্তি আফগানিস্তান ছাড়বে। তবে বৃহস্পতিবার ন্যাটোপ্রধান জেন্স স্টোলটেনবার্গ ইঙ্গিত দিয়েছেন এখনই আফগানিস্তান ছাড়ছে না ন্যাটো।  ব্রাসেলসে বৃহস্পতিবার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, পশ্চিমা দেশগুলো বহু বিষয় নিয়ে চিন্তিত। দীর্ঘদিন ধরে ন্যাটো আফগানিস্তানে শান্তি স্থাপন ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করেছে। এখন যদি দ্রুত সেনাদের ফিরিয়ে নেওয়া হয় তাহলে মিশন সফল হবে না। এদিকে ১ মের মধ্যে ন্যাটো বাহিনী আফগানিস্তান না ছাড়লে তালেবান ফের আক্রমণাত্মক ভূমিকায় ফিরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ন্যাটোপ্রধান জানিয়েছেন, সে আশঙ্কা মাথায় রেখেই পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা হবে।

সর্বশেষ খবর