শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
অস্ট্রেলিয়ায় আইন

খবরের জন্য টাকা দিতে হবে ফেসবুক-গুগলকে

দেশের সংবাদ মাধ্যম ও টেক জায়ান্টদের নিয়ে এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। নিউ মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফরম নিয়ে নতুন নীতি পাস করল দেশটি। নতুন এই নিয়ম অনুসারে গুগল ও ফেসবুককে বাধ্যতামূলক অস্ট্রেলিয়ার মিডিয়া সংস্থাগুলোকে কনটেন্টের জন্য অর্থ দিতে হবে। সরকারের তরফে ট্রেজার জোশ ফ্রাইডেনবার্গ এবং কমিউনিকেশন মন্ত্রী পল ফ্লেচার একটি যৌথ বিবৃতি জারি করেছেন। সেই বিবৃতিতে তারা বলেছেন, এই নতুন নিয়ম শুরুর দিকে এক বছরের জন্য পর্যালোচনার মধ্যে থাকবে। গতকাল অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস করে। আইনটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, এমন আইন বিশ্বে এই প্রথম। এখন অন্যান্য দেশেও একই ধরনের আইন করা হতে পারে। ইতিমধ্যে কানাডাও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো পদক্ষেপ তারাও নেবে। প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল ফেসবুক ও গুগল। এমনকি এই আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় সব সংবাদ আধেয় ‘বন্ধ’ করে দেয় ফেসবুক। পরে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে ফেসবুকের সমঝোতা হয়। গুগল ইতিমধ্যে স্থানীয় মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে লাখো ডলারের চুক্তি করেছে। অন্যদিকে ফেসবুকও অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম কোম্পানির সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছে।

সর্বশেষ খবর