রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চীনের হ্যাকারদের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল ভারত

ভারতের প্রতিরক্ষা অবকাঠামোতে চীনের মদদপুষ্ট বিভিন্ন সাইবার হামলা চালাচ্ছে। বেশ কয়েকটি সাইবার হামলার তদন্ত করছে ভারত। এ রকম একটি হামলায় মুম্বাইয়ে বৈদ্যুতিক গোলযোগ হয়ে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে ভারত। নয়াদিল্লিতে এক সেমিনারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত জানান, নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন সাইবার হামলায় বেশ ঝুঁকি অনুভব করছে ভারতীয় সেনাবাহিনী। গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ভারত সফরের সময় এ বিষয়ে উভয়পক্ষ আলোচনা করে। সেমিনারে রাওয়াত বলেন, আমরা চীনের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করছি। আমরা হয়তো চীনকে পুরোপুরি ধরতে পারব না, তবে এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত হচ্ছি।

সর্বশেষ খবর