বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

১৭০ বছরের ইতিহাসে রয়টার্সে প্রথম নারী প্রধান সম্পাদক

১৭০ বছরের ইতিহাসে রয়টার্সে প্রথম নারী প্রধান সম্পাদক

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রথম নারী প্রধান সম্পাদক হতে যাচ্ছেন আলেসান্দ্রা গ্যালোনি। ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী ব্রিটিশ গণমাধ্যমটির নেতৃত্ব দিতে যাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধান সম্পাদক আলেসান্দ্রা গ্যালোনি এক দশক ধরে রয়টার্সের নেতৃত্ব দেওয়া স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন। দীর্ঘ সময় গণমাধ্যমটির নেতৃত্ব দেওয়ার পর চলতি মাসে অবসরে যাচ্ছেন অ্যাডলার। তাঁর নেতৃত্বকালে কয়েক শ পুরস্কার পায় ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স। যার মধ্যে আছে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজারও। গ্যালোনি রোমের অধিবাসী। প্রায় চারটি ভাষায় দক্ষ এই নারী সম্পাদক। রয়টার্সের ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক সংবাদ কভারে অভিজ্ঞ গ্যালোনি। এর আগে তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় কাজ করেন। প্রধান সম্পাদকের চেয়ারে বসার পর তাঁকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তার মধ্যে বর্তমান বাস্তবতায় সব গণমাধ্যমকেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

সর্বশেষ খবর