মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চার দেশের ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

করোনাভাইরাস মহামারী বিস্তার প্রতিরোধ করতে ৪ দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। দেশগুলো হলো- ল্যাতিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি এবং দক্ষিণ আফ্রিকা। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরোপিত নিষেধাজ্ঞার দেশগুলো থেকে ফ্রান্সের নাগরিক, তাদের স্বজন, ইউরোপীয় নাগরিক ও ফ্রান্সের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে। এ ছাড়া অন্য দেশ থেকে ফ্রান্সে প্রবেশ করলে তাকে অবশ্যই ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখীর কারণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে ফ্রান্স। দেশটিতে এখন করোনা আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ। করোনায় প্রাণ হারিয়েছেন এক লাখ ৭৩৩ জন।

সর্বশেষ খবর