শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
কাউকে নিষিদ্ধ করা যাবে না

‘নো ব্যান অ্যাক্ট’ পাস হলো মার্কিন কংগ্রেসে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

‘নো ব্যান অ্যাক্ট’ বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসে। এর ফলে এখন আর কথায় কথায় ধর্ম, জাতিগত, বর্ণ-গোত্রের কারণে কোনো দেশের নাগরিকদেরই যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষিদ্ধ করা যাবে না। গত ২১ এপ্রিল বিলটি পাস করা হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নিষেধাজ্ঞা (মুসলিম ব্যান) অ্যাক্টটি জারি করেছিলেন। ২১৭-২০৭ ভোটে পাস হওয়া এই ‘নো ব্যান অ্যাক্ট’ অনুযায়ী পারিবারিক অথবা অন্য কোনো কারণে ভিসা পাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের এয়ারপোর্ট কিংবা সীমান্ত ফাঁড়িতে আসার পর আটক রাখা হলে, সংশ্লিষ্টরা অ্যাটর্নির মাধ্যমে সেই আটকাদেশকে চ্যালেঞ্জ করতে পারবেন। অ্যাটর্নির অনুমতি ব্যতীত কাউকে সীমান্ত অথবা এয়ারপোর্ট থেকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া যাবে না।

এ বিলে রিপাবলিকানরা সমর্থন দেননি। পেনসিলভেনিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান ফিটজপ্যাট্রিক অবশ্য দলীয় সীমানা অতিক্রম করে ডেমোক্র্যাটদের এই বিলে ভোট দিয়েছেন। প্রতিনিধি পরিষদে বিরোধীদলীয় নেতা কংগ্রেসম্যান কেভিন ম্যাককার্থি এ বিল সম্পর্কে বলেন, সীমান্তে যে সংকট দেখা দিয়েছে, সেটি কি ডেমোক্র্যাটরা সমাধান করতে চান না? সেন্ট্রাল আমেরিকার দেশসমূহ থেকে দলে দলে মানুষ জড়ো হচ্ছেন দক্ষিণের সীমান্তে, সবাই যুক্তরাষ্ট্রে ঢুকতে চাচ্ছেন। এর ফলে পুরো সীমান্ত এলাকায় অমানবিক একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আমরা কোনো প্রেসিডেন্টকেই তার ক্ষমতার অপব্যবহার করতে দিতে পারি না।

ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের সীমানা বন্ধ করে দিয়েছিলেন, একঘরে করেছিলেন যুক্তরাষ্ট্রকে। ২০১৭ সালের জানুয়ারিতে মুসলিম অধ্যুষিত সাত দেশের নাগরিকের প্রবেশাধিকার হরণ করা হয়েছিল ‘মুসলিম ব্যান’ আদেশ জারির মাধ্যমে। এরপর নর্থ কোরিয়াকেও ওই নিষেধাজ্ঞার আওতায় নিতে নতুন করে আরেকটি নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। এর ফলে গোটা বিশ্বে অভিবাসন ইস্যুতে অচলাবস্থা দেখা দেয়। পারিবারিক কোটায় আবেদন করে যারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন তারাও হতাশার সাগরে হাবুডুবু খেয়েছেন।

সর্বশেষ খবর