শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

অনিয়ন্ত্রিত গতিতে ধেয়ে আসছে চীনের রকেট

চীনের বিজ্ঞানীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া উপগ্রহবাহী একটি রকেট পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে। রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক এমন তথ্য জানিয়েছে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীন থেকে নিক্ষেপ করার পর ‘লং মার্চ ৫-বি’ নামের ২১ টন ওজনের রকেটটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনিয়ন্ত্রিত রকেটটির সম্ভাব্য আছড়ে পড়ার স্থান সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড বলেছেন, মার্কিন সেনাবাহিনীর মহাকাশ বিভাগের তথ্য অনুযায়ী আগামী ৮ থেকে ১০ মে নাগাদ রকেটটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করবে। ওই মুখপাত্র আরও বলেছেন, রকেটটি প্রচন্ড গতিতে মহাকাশের কক্ষপথে ঘুরতে থাকায় এর গতিপথ নির্ণয় করা কঠিন; তবে ভূপৃষ্ঠে আছড়ে পড়ার কয়েক ঘণ্টা আগে বলে দেওয়া যাবে এটি ঠিক কোন স্থানে পড়বে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর অ্যাস্ট্রো ফিজিক্সের বিজ্ঞানী জনাথন ম্যাকডোয়েল জানিয়েছে, উপগ্রহবাহী রকেটটি বায়ুমন্ডলে প্রবেশের পর প্রতি দুই দিনে পৃথিবীকে ৩০ বার প্রদক্ষিণ করবে। এ সময়ে ঘণ্টায় এর গতি থাকবে ১৮ হাজার মাইল (প্রায় ২৯ হাজার কি.মি.)। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথে নিজেদের মহাকাশ স্টেশন বানাতে যাচ্ছে চীন। প্রকল্পের নাম- ‘তিয়ানহে মহাকাশ স্টেশন’। মহাকাশ স্টেশনটির একটি ‘মডিউল’ (অংশ) পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত ২৮ এপ্রিল লং মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা।

সর্বশেষ খবর