শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

খামেনির মিত্র রাইসিসহ সাত প্রার্থীকে অনুমোদন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসিসহ সাত প্রার্থীকে অনুমোদন দিয়েছে দেশটির নির্বাচন পর্যবেক্ষক কমিটি। তবে ১৮ জুনের এই নির্বাচনে দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ইব্রাহিম রাইসি হলেন, দেশটির গার্ডিয়ান কাউন্সিল অনুমোদিত প্রার্থীদের মধ্যে সর্বাধিক পরিচিত এবং তিনি দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ মিত্র। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক পারমাণবিক আলোচক সাইদ জলিলি, সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মহসেন রেজায়ে, আইনজীবী আলী রেজা জাকানি, আমির হোসেন গাজীজাদেহ, মোহসেন মেহরালিজোদেহ এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আবদলনেসার হেম্মাতি। গার্ডিয়ান কাউন্সিল সুপরিচিত আলী লরিজানিকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছেন। পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ এবং ইসহাক জাহাঙ্গীরকেও অযোগ্য ঘোষণা করেছেন। নির্বাচনে প্রার্থিতার জন্য ৬০০ জন আবেদন করলেও সাতজনকে অনুমোদন দেওয়া হয়।

সর্বশেষ খবর