রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

এবার করোনার হাইব্রিড ধরন ভিয়েতনামে

ভিয়েতনামে করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত করা হয়েছে; যা ভারত এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের ধরন দুটির হাইব্রিড বা মিশ্রণ বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং। নতুন এ ধরনটি বাতাসে দ্রুত ছড়ায়। ভিয়েতনামের অনলাইন সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনাম গত বছরের বেশির ভাগ সময় সফলভাবে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারলেও এখন দেশটিতে হাইব্রিড ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। গত এপ্রিলের শেষের দিকে ৩১টি শহর ও প্রদেশে প্রায় ৩ হাজার ৬০০ মানুষ সংক্রমিত হয়েছেন, যা দেশের মোট সংক্রমণের অর্ধেকেরও বেশি। রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর