রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাস্তা নিয়ে হইচই

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সকালের নাস্তার বিল নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে সে দেশের পুলিশ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, জনগণের করের টাকা থেকে অবৈধভাবে নিজের নাস্তার জন্য ভর্তুকি নিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী সানা মারিন সরকারি বাসভবনে থাকলেও নিজের পরিবারের সদস্যদের সকালের নাস্তার জন্য প্রতি মাসে ৩৬৫ ডলার করে বিল নেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে সানা মারিন এক টুইট বার্তায় লিখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি এই সুবিধা চাইনি। এ বিষয়ে সিদ্ধান্তেও আমি জড়িত নই। বিশেষজ্ঞরা মনে করছেন, সে দেশের প্রধানমন্ত্রীর সকালের নাস্তার ব্যয় জনগণের করের টাকা থেকে দেওয়ার বিষয়টি আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর