সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

‘জো বাইডেন আমলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না’

মধ্যপ্রাচ্য প্রসঙ্গে পূর্বসূরিদের নীতি অনুসরণ করায় জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এমন মন্তব্য করেন ইরানের আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। রেডিও তেহরান এক খবরে জানিয়েছে, শনিবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরিদের অনুসরণ করছেন। তারই ধারাবাহিকতায় ইসরায়েল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেওয়ায় তার শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। হোসেইন সালামি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত বা নিরাপত্তাহীন করে তোলা। হোয়াইট হাউসে জো বাইডেনের মতো ব্যক্তি আসার ফলে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে না। আইআরজিসির প্রধান আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও নীতিতে পরিবর্তন আসবে না বরং নীতি বাস্তবায়নের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।

সর্বশেষ খবর