শিরোনাম
রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

প্রতিশোধ নিতে কংগ্রেসের স্পিকার হতে চান ট্রাম্প

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

প্রতিশোধ নিতে কংগ্রেসের স্পিকার হতে চান ট্রাম্প

২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে চান না ডোনাল্ড ট্রাম্প। সামনের বছর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার একটি আসন থেকে কংগ্রেসম্যান হতে চান তিনি। এরপর কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করার তদন্ত শুরু করতে চান। গত শুক্রবার বিকালে চরম ডানপন্থি হোস্ট ওয়ায়ের রুটকে প্রদত্ত সাক্ষাৎকারে ট্রাম্প এই আভাস দেন এবং তা রেডিওতে প্রচারের পরই সারা আমেরিকায় তোলপাড় শুরু হয়েছে। কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পকে প্রার্থী হওয়ার প্রস্তাব সর্বপ্রথম গত ফেব্রুয়ারিতে বস্টন রিপাবলিকানদের এক অনুষ্ঠানে উত্থাপন করেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানোন। স্টিভের যুক্তি অনুযায়ী ট্রাম্প ফ্লোরিডা থেকে রিপাবলিকান প্রার্থী হলে বিজয় কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। শুধু তাই নয়, ট্রাম্পের কারণে রিপাবলিকান পার্টির প্রার্থীগণের বিজয়ও ত্বরান্বিত হবে বলে উল্লেখ করেছেন ব্যানোন। রেডিও হোস্ট রুট প্রসঙ্গটি এমনভাবে উপস্থাপন করেন যে, উত্তরে ট্রাম্প পুরো সায় দিয়ে বলেন, ‘তাই নাকি। তাহলে তো খুবই মজার ব্যাপার হবে।’ রুট এরপর ট্রাম্পকে উসকে দিয়ে বলেন, ‘এটি করুন। তাহলে আপনি হবেন জননায়ক।’ ট্রাম্প এ সময় আরও যোগ করেন, ‘ঠিক বলেছেন, খুবই মজার ব্যাপার হবে।’ ট্রাম্প রুটকে জানান, ‘এর আগে কয়েকজন রিপাবলিকান আমাকে ইউএস সিনেটে লড়ার পরামর্শ দিয়েছেন। তবে আপনার ধারণাটা মনে হচ্ছে অনেক ভালো। খুবই মজার হবে।’ এদিকে ফেসবুক থেকে নিষেধাজ্ঞার পর সেভ আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটির পক্ষ থেকে পাঠানো একটি বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ফেসবুকের এই আদেশ আমাদের দেশের সাড়ে সাত কোটি মানুষ, অন্য আরও যারা আমাদের ভোট দিয়েছেন, তাদের সবার জন্য অপমান। এভাবে সেন্সর করে আর চুপ করিয়ে দেওয়ার কর্মকান্ড করে তাদের পার পেতে দেওয়া ঠিক হবে না। শেষ পর্যন্ত আমরাই জিতব। আমাদের দেশ আর কোনো নিপীড়ন সহ্য করবে না। দ্বিতীয় আরেকটি বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প ফেসবুকের প্রতিষ্ঠাতাকে আক্রমণ করেন।

সর্বশেষ খবর