রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক

কলকাতা প্রতিনিধি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে গুরুত্ব বাড়ল মমতা ব্যানার্জির ভাতিজা তথা দলের সাংসদ অভিষেক ব্যানার্জির। ভারতের জাতীয় রাজনীতিতে তাকে আরও প্রাসঙ্গিক করতে অভিষেককে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসালেন মমতা। এর আগে দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন অভিষেক। অভিষেকের জায়গায় দলের যুব সংগঠনের রাজ্য সভানেত্রী হয়েছেন অভিনেত্রী কে সায়নী ঘোষ।

তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর শনিবার কলকাতায় তৃণমূল ভবনে দলের প্রথম সাংগঠনিক বৈঠক বসে। সেই বৈঠকেই একাধিক বড় সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা ব্যানার্জি। অভিষেককে বড় দায়িত্ব দেওয়ার পাশাপাশি কুনাল ঘোষ, ঋতব্রত ব্যানার্জিও মতো নেতাদেরও দলে গুরুত্ব বাড়ানো হয়।

বৈঠক শেষেই তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি জানান, ‘সাংসদ অভিষেক ব্যানার্জিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করা হয়েছে। বঙ্গ জননী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ মালা রায়কে। কৃষক সংগঠনের রাজ্য সভাপতি হচ্ছেন পুর্ণেন্দু বসু।

সর্বশেষ খবর