বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

কোভ্যাক্সিন আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টে সমান কার্যকরী

কোভ্যাক্সিন আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টে সমান কার্যকরী

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সমানভাবে কার্যকরী। অর্থাৎ এই টিকা নিলে কভিডের নতুন শক্তিশালী ভ্যারিয়েন্ট থেকেও সুরক্ষিত থাকা সম্ভব বলে আশা করা হচ্ছে। ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের জন্যই যে দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন কার্যকরী তা সর্বশেষ ট্রায়ালের পর নিশ্চিত করা হয়েছিল। তৃতীয় ট্রায়ালের পর জানানো হয়েছিল যে, উপসর্গযুক্ত করোনা রোগীদের ক্ষেত্রে এটি ৭৮ শতাংশ এবং মুমূর্ষু রোগীদের জন্য শতভাগ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন। অন্যদিকে উপসর্গহীন করোনা আক্রান্তদের ক্ষেত্রে ৭০ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন। অপরদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউশন নিশ্চিত করেছে যে, এই ভ্যাকসিন নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা অনায়াসেই বি.১.১.৭ (আলফা) এবং বি.১.৬১৭(ডেল্টা) ভ্যারিয়েন্টকে অকার্যকর করতে সক্ষম। কোভ্যাক্সিন নিয়েছেন এমন ব্যক্তিদের রক্ত পরীক্ষা করে এর প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউশনের গবেষকরা।

কিউবা আনল করোনার টিকা : কিউবা এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। এখন পর্যন্ত দেশটি নিজেদের গবেষণাগারে পাঁচটি করোনার টিকা উদ্ভাবন করেছে। এর মধ্যে একটি আবদালা। এই টিকাটি ৯২ দশমিক ২৮ শতাংশ কার্যকরী বলে কিউবার সরকার জানিয়েছে। তবে এটি তিন ডোজের।

সর্বশেষ খবর