শিরোনাম
শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাজ্যে নয় কেন্দ্রে মমতার সঙ্গে সমঝোতা সিপিএমের

রাজ্যে নয় কেন্দ্রে মমতার সঙ্গে সমঝোতা সিপিএমের

রাজ্যে বিরোধিতা, কেন্দ্রীয় রাজনীতিতে মমতার সঙ্গে থাকা। এটাই এখন সিপিএমের নীতি। আর তা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বললেন, নরেন্দ্র মোদিকে সরাতে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কেন্দ্রীয় স্তরে হাত মেলাতে কোনো অসুবিধা নেই সিপিএমের। মোদির বিরুদ্ধে বিরোধী ঐক্যের স্বার্থে এই নীতি নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন সিপিএম নেতারা। তবে পশ্চিমবঙ্গে মমতার কট্টর বিরোধিতার রাস্তা থেকে তারা সরে আসছে না।

সূর্যকান্ত মিশ্র বৃহস্পতিবার জানান, ‘বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী জোটে মমতা থাকবেন। তাতে আমাদের কোনো অসুবিধা নেই। বিরোধী জোটে সবাই আসতে পারেন। কিন্তু এই ব্যবস্থা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে না।’ তিনি বলেন, ‘কেন্দ্রীয় রাজনীতিতে সিপিএমের মূল শত্রু হলো বিজেপি। কিন্তু রাজ্যের ক্ষেত্রে বামদের কাছে বিজেপি ও তৃণমূল উভয়ই শত্রু। দুই দলের বিরুদ্ধেই সিপিএম লড়বে।’ কেন তারা রাজ্যে তৃণমূলের বিরোধিতা করছেন এবং করবেন, তার যুক্তিও দিয়েছেন সূর্যকান্ত। তার দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার স্বৈরাচারী। তারা বিরোধীদের কণ্ঠরোধ করে। এ ব্যাপারে প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র ডয়েচে ভেলেকে জানিয়েছেন, ‘সিপিএমের এখন খুবই দিশাহারা। পশ্চিমবঙ্গের রাজনীতিটা প্রায় দ্বিদলীয় রাজনীতিতে এসে ঠেকেছে। তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হচ্ছে। আর কেন্দ্রে লড়াই বিজেপির সঙ্গে বিরোধী জোটের। তাই বাধ্য হয়েই এরকম অবস্থান নিয়েছে সিপিএম।’

প্রশ্ন হলো, এরপর লোকসভার সময় কি বামেরা তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করবে, না কি তারা সব আসনে প্রার্থী দেবে?

 

সর্বশেষ খবর