নরেন্দ্র মোদি হটাও। এই কর্মসূচিতে উদ্যোগী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। লক্ষ্য ২০২৪-এর লোকসভা ভোটের আগেই বিজেপিবিরোধী বৃহত্তর জোট গঠন। সেই লক্ষ্যে যোগ দিয়েছে দেশটির ১৯টি বিরোধী দলের নেতা-নেত্রীরা। তাদের সংকল্প, নিজস্ব বাধ্যবাধকতা ভুলে দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে সারা দেশে আন্দোলন গড়ে তোলা। আর এই দলগুলোর অনেক নেতাই বলছেন আন্দোলন হবে। তবে কোনো একক দলের আধিপত্য নয়, সম্মিলিত বিরোধী জোটের ‘কোর গ্রুপ’ই নির্ধারণ করুক মোদি-শাহ জুটিকে গদিচ্যুত করার রণকৌশল। তৃণমূল প্রধান মমতা ব্যানার্জির ‘কোর গ্রুপ’ গঠনের প্রস্তাবকে সমর্থন করে এই অভিমত ব্যক্ত করেছেন শারদ পাওয়ার, উদ্ধব ঠাকুর এবং হেমন্ত সোরেনের মতো শীর্ষ বিরোধী নেতারা। নিজেদের সেই অভিমতকে টুইটবার্তায়ও চড়িয়ে দিয়েছেন। সূত্রের খবর, শুধু গঠন করাই নয়, শারদ পাওয়ার-উদ্ধবরা চাইছেন, এই কোর গ্রুপ আবর্তিত হোক মমতা ব্যানার্জিকে ঘিরেই। তাদের মতে, গেরুয়া শিবির-বিরোধী লড়াইকে গোটা দেশের মানুষের সংগ্রামে পরিণত করার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক হতে পারে মমতা ব্যানার্জির লড়াকু ইমেজ এবং আপসহীন সংগ্রাম। বাংলার বিগত বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদিসহ গোটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে সেই ‘ইমেজ’কে আরও ক্ষুরধার করেছেন তৃণমূল প্রধান। নির্বাচনী লড়াইয়ে তার দলের আপ্তবাক্য ‘খেলা হবে’ এখন আসমুদ্র হিমাচলের বিরোধী মন্ত্রে পরিণত হয়েছে। শুক্রবার সোনিয়া গান্ধীর ডাকা ১৯টি বিরোধী দলের সমন্বয় বৈঠকে অংশ নিয়ে থেমে থাকছেন না মমতা। শনিবারও দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে কথাবার্তা সেরেছেন মমতা। বিরোধী জোট গঠনের এই প্রক্রিয়ায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এমনকি মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রতিনিধিরাও যাতে সম্পৃক্ত হন, সেই চেষ্টা শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমমনোভাবাপন্ন সব দলকে একছাতার নিচে এনে দেশের বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার রাস্তা খুঁজে বের করার কাজেই ব্রতী হয়েছেন মমতা।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
মমতাকে ঘিরেই ‘কোর গ্রুপ’ চান শারদ ও উদ্ধব
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর