শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গাবিরোধী অ্যাকাউন্টের তথ্য দিতে ফেসবুককে আদেশ মার্কিন আদালতের

রোহিঙ্গাবিরোধী অ্যাকাউন্টের তথ্য দিতে ফেসবুককে আদেশ মার্কিন আদালতের

রোহিঙ্গাবিরোধী অ্যাকাউন্টের তথ্য দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে আদেশ দিয়েছে মার্কিন আদালত। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে গতকাল রয়টার্স এ খবর প্রকাশ করে। হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। মামলার কার্যক্রমের জন্য ফেসবুকের ওই তথ্য প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্রের গোপনীয়তাবিষয়ক আইনের দোহাই দিয়ে তথ্য সরবরাহ করতে অনীহা দেখিয়েছিল ফেসবুক। তার উত্তরে, যুক্তরাষ্ট্রের আদালত বলেছে, ফেসবুক যেসব তথ্য ডিলিট করেছে তা আইনের মাধ্যমে ফেরানো সম্ভব নয়। মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যাবিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে গাম্বিয়া। ২০০৭ সালের আগস্টে সামরিক অভিযানের মুখে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। ওই সময় তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, গণহারে হত্যা ও নির্যাতন করা হয়, বহু রোহিঙ্গা নারী ধর্ষণের শিকার হন।

সর্বশেষ খবর