বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন বাবুল সুপ্রিয়র

বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন বাবুল সুপ্রিয়র

ছিলেন নরেন্দ্র মোদি সরকারের দুই বারের প্রতিমন্ত্রী। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী দেশটির মন্ত্রিপরিষদে  রদবদল আনে। তাতে বাদ পড়ে যান গায়ক ও রাজনীতিক বাবুল সুপ্রিয়। কিন্তু বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি বাবুল। গতকাল সংসদ সদস্য পদ থেকেই পদত্যাগ করেছেন। গতকাল স্পিকারের দেখা করে সাংসদপদ থেকে ইস্তফা দেন তিনি।

স্পিকারের বাসভবন থেকে বেরিয়ে বাবুল বলেন, ‘আমি আর এখন বিজেপির কেউ নই। তাই সাংসদ পদ আঁকড়ে ধরে রাখার অর্থ নেই। আমি পদত্যাগ করলাম।’

তিনি আরও বলেন, তিনি আর আসানসোল থেকে ভোটে থেকে লড়বেন না। তার মন্তব্য, তিনি জানেন আজ আসানসোলে তার কুশপুতুল পুড়বে। কিন্তু তিনি কোনো ইতিহাস তৈরি করেননি বলে তিনি জানিয়েছেন। বিজেপিতে যাঁরা আছেন তাঁদের অনেকেই অন্য দল থেকে এসেছেন বলে মনে করিয়ে দেন তিনি। বাবুল জানিয়েছেন, বাবা রামদেবের কথায় তিনি রাজনীতিতে এসেছিলেন এবং আবার হরিদ্বারে গিয়ে তিনি বাবা রামদেবের সঙ্গে দেখা করবেন।

আসানসোলের সম্পর্কে তিনি বলেন, তিনি যে কাজই করুন এবং যেখানেই থাকুন, আসানসোল সবসময়ে তাঁর কাছে স্পেশাল জায়গা হয়ে থাকবে। কিছুটা নির্লজ্জের মতো তিনি সুযোগ পেলেই আসানসোলের জন্য কাজ করবেন।

সর্বশেষ খবর