শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
গোয়ায় মমতা চমক

তৃণমূলে লিয়েন্ডার পেজ

তৃণমূলে লিয়েন্ডার পেজ

ভারতের প্রখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ভারতের ছোট রাজ্য গোয়ার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি তিন দিনের সফরে গোয়ায় গেলে লিয়েন্ডার তৃণমূলে যোগদান করেন। গতকাল মমতা জানান, লিয়েন্ডার পেজ তার ছোট ভাইয়ের মতো। মমতা এদিন জানান, লিয়েন্ডার দলে যোগ দেওয়ায় তিনি অত্যন্ত খুশি। গতকাল গোয়াতে তৃণমূলে আরও যোগ দেন অভিনেতা এবং সমাজকর্মী নাফিসা আলি। আসন্ন বিধানসভা নির্বাচনে গোয়ার মোট ৪০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই একাধিক নেতা ও বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্ব যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। গতকালই গোয়ার তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা। গোয়াতে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন যাঁরা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান। তালিকায় রয়েছেন লাকি আলির মতো বিশিষ্টরা। জল্পনা রয়েছে বলিউডের প্রাক্তন অভিনেত্রী বর্ষা উসগাঁওকর ও ডান্স ডিরেক্টর রেমো ফার্নান্ডেসের নাম নিয়েও।

উল্লেখ্য, আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান করেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ রাজনীতিবিদ লুইজিনহো ফালেইরো।

াঁকে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সভাপতির পদে বসিয়েছেন।

সূত্রের খবর বিধানসভা নির্বাচনে তাঁকে সামনে রেখেই ঘুঁটি সাজাতে চাইছে তৃণমূল। তৃণমূল গোয়ার রাজনীতিতে প্রবেশের আগে বিধানসভা দখল অনেকটাই সহজ ছিল বিজেপির কাছে। কিন্তু বর্তমানে তৃণমূল বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে গোয়ার ফরওয়ার্ড পার্টিও তৃণমূলের সঙ্গে হাত মেলাতে চাইছে বলে সূত্রের খবর। ঘাসফুলের এই শক্তি বৃদ্ধিতে যথেষ্ট চিন্তিত বিজেপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর