শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মহাকাশে খাবার ডেলিভারি দিল উবার

মহাকাশে খাবার ডেলিভারি দিল উবার

এবার মহাকাশে খাবার ডেলিভারি পাঠাল উবার ইটস জাপান। সম্প্রতি কোম্পানিটি তাদের ডেলিভারি জোন মহাকাশ পর্যন্ত বিস্তৃত করেছে। এর পরই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের জন্য খাবার ডেলিভারি পাঠায় তারা। এর মধ্য দিয়েই প্রথম ফুড ডেলিভারি কোম্পানি হিসেবে মহাকাশে খাবার ডেলিভারি করে ইতিহাস গড়ল কোম্পানিটি। এনডিটিভি।

তবে মহাকাশে ডেলিভারি পাঠানোই একমাত্র চমকপ্রদ বিষয় নয়। এই ডেলিভারিটি নিয়ে গেছেন জাপানি বিলিওনিয়র ইউসাকু মায়েজাওয়া। সাধারণ ডেলিভারি বয়ের পরিবর্তে তিনিই নভোচারীদের জন্য খাবার সরবরাহ করেছেন। উবার ইটস জাপানের টুইটার পেজ থেকে এরই মধ্যে এই ডেলিভারির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে, উবার ইটসের একটি ধুসর কাগজের ব্যাগে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে খাবার ডেলিভারি দিচ্ছেন ইউসাকু। তার থেকে খাবার বুঝে নিচ্ছেন স্টেশনের কমান্ডার অ্যান্টন স্কাপলেরভ। জানা গেছে, ওই ডেলিভারিতে ছিল একাধিক জাপানি ‘রেডি টু ইট’ খাবার। এর মধ্যে ছিল চিকেন, অল্প আঁচে সিদ্ধ শূকরের মাংস ও গরুর মাংস। খাবার মহাকাশচারীদের হাতে পৌঁছে দেওয়ার পর ইউসাকু বলেন, আমি আপনাদের জন্য মজার কিছু খাবার নিয়ে এসেছি। মহাকাশে প্রথম খাবার ডেলিভারি দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।

সর্বশেষ খবর