শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

২০০ বছরের আসন হাত ছাড়া কনজারভেটিভদের

চাপে বরিস জনসন

২০০ বছরের আসন হাত ছাড়া কনজারভেটিভদের

প্রায় ২০০ বছর ধরে কনজারভেটিভ দলের প্রার্থী ছাড়া আর কেউ জেতেনি। এবার সেই আসন হারাল ক্ষমতাসীন কনজারভেটিভ। ১৯৯৭ সাল থেকে নর্থ শ্রপশা আসনের এমপি ছিলেন ওয়েন প্যাটারসন, তার পদত্যাগের পর শূন্য হওয়া ওই আসনে বৃহস্পতিবার ভোট হয়। এই আসনে মধ্যপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছে হার যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল ও প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য বড়সড় ধাক্কা হিসেবে আবির্ভূত হয়েছে। লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হেলেন মরগান কনজারভেটিভ দলের প্রার্থীকে ৫ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ২০১৯ সালের নির্বাচনেও এই আসনে কনজারভেটিভ দলের প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২৩ হাজার ভোট বেশি পেয়েছিলেন। কভিড বিধিনিষেধের মধ্যে গত বছর ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করার খবর চাউর হওয়ার পর গত সপ্তাহে কভিড পাস চালুর এক প্রস্তাবে প্রায় ১০০ কনজারভেটিভ এমপির ‘বিদ্রোহে’ এমনিতেই বিপাকে আছেন জনসন। নর্থ শ্রপশাতে হার তার ওপর আরও চাপ বাড়াবে। 

সর্বশেষ খবর