বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

কেজরিওয়ালের মন্ত্রীকে গ্রেফতার করল ইডি

কেজরিওয়ালের মন্ত্রীকে গ্রেফতার করল ইডি

সত্যেন্দ্র জৈন

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে ভারতের ইডি। তারপরও কেজরিওয়াল তাকে বরখাস্ত করেননি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযোগ, সত্যেন্দ্র জৈন কলকাতার একটি সংস্থার মাধ্যমে হাওয়ালার টাকা পাচার করেছেন। ২০১৫-১৬ সালে সত্যেন্দ্র জৈন এই কাণ্ড করেছিলেন বলে ইডি জানিয়েছে। ২০১৭ সালের আগস্টে সিবিআই সত্যেন্দ্র ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ নয়ছয় করার অভিযোগে মামলা করে। তাদের অভিযোগ ছিল, সত্যেন্দ্র ও তার পরিবারের চারটি শেল কোম্পানি ছিল। কোম্পানিগুলির কোনো ব্যবসা ছিল না। তা সত্ত্বেও তারা কোটি কোটি টাকা শেল কোম্পানির মাধ্যমে নয়ছয় করেছে। এরপর ইডি তদন্ত শুরু করে। বিজেপি ও কংগ্রেস অবিলম্বে সত্যেন্দ্র জৈনের অপসারণ দাবি করেছে। তবে কেজরিওয়ালের দলের পক্ষ থেকে এ ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

 

সর্বশেষ খবর